আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৭ আমাদের ভারত, ৭ সেপ্টেম্বর: গৃহস্থের বাড়ির উঠানের বাগানের লাইলন জালে আটকে পড়ল একটি পূর্ণবয়স্ক বিষধর খরিস সাপ। বিপদগ্রস্ত সেই সাপটিকে উদ্ধার করল বেলদা বন দপ্তরের কর্মীরা। ঘটনা পশ্চিম মেদিনীপুরের বেলদা থানার গুড়দলা এলাকার।

ঘটনায় জানা যায়, আজ বেলদা থানার গুড়দলা এলাকার কানাই পাল নামে এক ব্যক্তির বাড়ির উঠানের জালে একটি বিষধর খরিস সাপকে জড়িয়ে থাকতে দেখেন পরিবারের লোকেরা।এরপর সাপটিকে তাঁরা উদ্ধারের চেষ্টা করেন। আর এই ঘটনা দেখতে ভিড় জমান এলাকাবাসীরা। কিন্তু সাপটিকে উদ্ধার করতে গিয়ে উপায় না পেয়ে পরিবারের লোকেরা ও এলাকাবাসীরা খবর দেন বেলদা বনবিভাগে। পরে খবর পেয়ে বনবিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অনুসারে ঘটনাস্থলে হাজির হয় বেলদা বনবিভাগের দুই কর্মী। তাঁরা জাল কেটে ওই বিপদগ্রস্ত সাপটিকে উদ্ধার করেন।
বন বিভাগের ফরেস্ট গার্ড কিঙ্কর চন্দ জানান, সাপটি একটি বিষধর পূর্ণবয়স্ক খরিস সাপ। জালে জড়িয়ে যাওয়ার জন্য কিছুটা অসুস্থ রয়েছে।তবে প্রাথমিক চিকিৎসার পর পুনরায় তাকে কোনো গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।

