স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ২৮ মে: সরকারি বাসের চালকদের করোনা সংক্রমণ রুখতে চালকদের সিটের পেছনে প্লাস্টিকের পর্দা দেওয়া হল। দড়ি দিয়ে প্লাস্টিক বেঁধে যাত্রীদের থেকে চালককে আলাদা করা হয়েছে। এমনই দেখাগেল উত্তর দিনাজপুরে।
সাধারণ মানুষের কথা মাথায় রেখে রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছেন সরকারি বাস চালাতে হবে। বাস চলানোর জন্য বাস চালক ও কন্ডাকটরদের করোনা সংক্রমণের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য পি পি ই কিট ও রেনকোটের ব্যবস্থা করা হয়েছে। এবার উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা করোনা সংক্রমণের মোকাবিলায় আরও একটি নতুন পদ্ধতি চালু করল। চালক ও বাস যাত্রীদের মধ্যে একটি প্লাস্টিকের দেওয়াল তুলে দেওয়া হয়েছে। যাতে কোনও যাত্রী চালকের কাছে যেতে না পারে এবং চালকের পাশের সিটেও বসতে না পারে। চালকের সিটের ঠিক পিছনে বাসের ছাদ থেকে নিচ পর্যন্ত এই পর্দা লাগানো হয়েছে।
সম্রাট রায় চৌধুরী নামে এক চালক জানিয়েছেন, বাসে যাত্রীরা উঠবে। কিন্তু কোন যাত্রীর কী রোগ আছে তা জানি না। তাই যাত্রীরা এদিকে যাতে চলা না আসে তার জন্যই এই পর্দা লাগানো হয়েছে। যতটা সুরক্ষিত থাকা যায়। সুকুমাস দাস নামে অন্য এক চালক জানিয়েছেন, চালকদেরকে সুরক্ষিত রাখার জন্য এই প্লাস্টিকের পর্দা লাগানো হয়েছে। পাশাপাশি যাত্রীরা চালকের পাশে এসে না দাঁড়ায় বা চালকের পাশের সিটে যেন না বসতে পারে তার জন্যই এগুলি লাগানো হয়েছে। চালক সংগঠনের সদস্য কৌশিক দে জানিয়েছেন, বাসে যাত্রী ও চালকের মধ্যে যাতে সামাজিক দূরত্ব বজায় থাকে তার জন্যই এই প্লাস্টিকের পর্দা ও দড়ির ব্যেরিকেড দেওয়া হয়েছে। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার রায়গঞ্জ ডিপো ইনচার্জ সুবীর সাহাকে এই বিষয় প্রশ্ন করলে তিনি বলেন, আমি এই বিষয় কিছুই বলতে পারব না।