বঁটি লাঠি নিয়ে ভোট লুটেরাদের তাড়া আম জনতার, কাঁথি কামারহাটিতে ধরা পড়ল প্রতিরোধের ছবি

আমাদের ভারত, ২৭ ফেব্রুয়ারি: বাংলার ১০৮টি পুরসভার ভোট গ্রহণ শেষ। তবে সারা দিন বিভিন্ন জায়গা থেকে অশান্তির অভিযোগ উঠেছে। রাজ্যজুড়ে বহু জায়গাতে ভোট লুটের অভিযোগ উঠেছে। বহিরাগতদের দৌরাত্ম আর ভোট লুটেরাদের ভয় ভোট দিতে না পারার অভিযোগ পাওয়া গেছে মুহুর্মুহু। কিন্তু কাঁথি আর কামারহাটি দেখালো প্রতিবাদে, প্রতিরোধের ছবি।

কাঁথির ১৮ নম্বর ওয়ার্ডের স্থানীয় বাসিন্দাদের হাতেই কাবু হলো ভোট লুটেরারা। স্থানীয়দের অভিযোগ, পুলিশকে সঙ্গে নিয়ে ছাপ্পা মারতে এসেছিল তৃণমূল দুষ্কৃতীরা। কিন্তু ছাপ্পা ভোট কিছুতেই হতে দেওয়া যাবে না বলে তেড়ে যান তারা‌। দুষ্কৃতীরা পালিয়ে গেলেও পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা। তাদের অভিযোগ, পুলিশ কেন এইভাবে দুষ্কৃতীদের সাহায্য করছে?

অন্যদিকে কামারহাটির পুরসভার ২৯ নম্বর ওয়ার্ডে উত্তর বাসুদেবপুর এলাকায় বহিরাগত দুষ্কৃতীদের বাইক তান্ডব দেখা দিলে সেখানেও দুষ্কৃতীদের ধরে ফেলেন এলাকার বাসিন্দারা। ভয়ে পালিয়ে যায় দুষ্কৃতিরা। উত্তেজিত জনতা দুষ্কৃতীদের ফেলে যাওয়া বাইক ভাঙ্গচুর করে, বেশকিছু বাইক ড্রেনে ফেলে দেয়। একটি বড় গাড়িকে তারা ঠেলে উল্টে ফেলে দেয়। পরে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় উত্তেজিত জনতা। এমনকি পুলিশের গাড়ি ভাঙ্গচুর করেন তারা। ঘটনাস্থল থেকে তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ। ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।

সকাল থেকে রাজ্যজুড়ে চরম অশান্তি খবর উঠে এসেছে সংবাদমাধ্যমে। ছাপ্পা ভোট, ইভিএম ভাঙ্গচুর, এজেন্টকে মারধর, বুথের বাইরে বহিরাগতদের উৎপাত সবমিলিয়ে বাংলার ভোট আজ শিরোনামে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *