আমাদের ভারত, মেদিনীপুর, ২১ জুন: রবিবার সকালে মানসিক অবসাদে আত্মঘাতী হয়েছেন বেলদা থানা এলাকায় এক ব্যক্তি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পশ্চিম মেদিনীপুরের বেলদা থানার আকন্দা গ্রামের বাসিন্দা এবং পেশায় কৃষক মুকুন্দ পয়রা (৪১) দীর্ঘদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন। খড়্গপুর মহকুমা হাসপাতালে চার পাঁচ মাস ধরে তার মানসিক রোগের চিকিৎসাও চলছিল।
আজ সকালে বাড়ির অন্যান্যরা মাঠের কাজে বেরিয়ে যাওয়ার পর কেউ না থাকার সুযোগে তার শোয়ার ঘরে ঢুকে মুকুন্দ বাবু ভেতর থেকে দরজা লাগিয়ে গলায় দড়ির ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন। বেলা দশটা নাগাদ বাড়ির লোকজন মাঠ থেকে ফিরে দেখেন ঘরের ভেতর থেকে দরজা বন্ধ রয়েছে। তাকে ডাকাডাকির পরেও কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙ্গে দেখেন সিলিং ফ্যানে তিনি ঝুলছেন। এরপর বেলদা থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে যায়।