মেদিনীপুরে বেপরোয়া টোটোর ধাক্কায় আশঙ্কাজনক অবস্থা এক ব্যক্তির, পুলিশের পাশ দিয়েই পালিয়ে গেল টোটো চালক

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: মেদিনীপুরে বেপরোয়া টোটোর ধাক্কায় গুরুতর আহত হল এক ব্যক্তি। দুর্ঘটনা ঘটার সাথে সাথেই পুলিশ এসে পৌঁছালেও টোটো নিয়ে চম্পট দিল চালক। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহরের কেরানীতলার মোড়ে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্টেশনের দিক থেকে কেরানীতলা মোড়ের দিকে পায়ে হেঁটে আসছিলেন এক ব্যক্তি। পিছন দিক থেকে একটি টোটো দ্রুত গতিতে এসে ধাক্কা মারে ওই ব্যক্তিকে। টোটোর ধাক্কায় রাস্তায় ছিটকে পড়েন ওই ব্যক্তি। মাথায় চোট লাগার ফলে ফেটে যায় মাথা। প্রচন্ড রক্তপাতের ফলে সেখানেই লুটিয়ে পড়েন ওই ব্যক্তি। দুর্ঘটনাটি ঘটার সাথে সাথেই ঘটনাস্থলে আসে কেরানীতলার মোড়ে দায়িত্বে থাকা পুলিশ কর্মীরা। কিন্তু পুলিশ কর্মীরা এলেও টোটোতে থাকা যাত্রীদের নামিয়ে টোটো নিয়ে চম্পট দেয় ওই চালক। আশঙ্কাজনক অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

স্থানীয় বাসিন্দা শেখ তায়েব জানান, “ভদ্রলোক রাস্তায় হেঁটে আসছিলেন স্টেশনের দিক থেকে। স্টেশনের দিক থেকেই আসছিল ওই টোটো। খুব বেপরোয়া ভাবে দ্রুত গতিতে এসে ধাক্কা মারে ওই ব্যক্তিকে। ওই ব্যক্তির মাথার পিছনে কেটে গিয়ে রক্তাক্ত হয়ে যায়। তারপর পুলিশ আসে। কিন্তু পুলিশের পিছন দিয়েই টোটোওয়ালা টোটো নিয়ে শেখপুরা দিয়ে পালিয়ে যায়। স্টেশনের স্ট্যান্ডেই থাকে ওই টোটোওয়ালা, টোটোওয়ালার নাম মোটা বাচ্চু বলে সবাই চেনে। মদ খেয়ে নেশা করেছিল টোটোওয়ালা তাই বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছিল।”

দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণ যানজটের সৃষ্টি হয় এলাকায়। ঘাতক ওই চালক ও টোটোর খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে দিনে দুপুরে এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মেদিনীপুরে ব্যস্ততম রাস্তা কেরানিতলা এলাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *