অমরজিৎ দে, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ১ জানুয়ারি: মানসিক অবসাদের জেরে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন এক ব্যক্তি। পুলিশ সুত্রে জানা গেছে, মৃত ব্যক্তির নাম শুভ্রজ্যোতি সৎপতি, বয়স ৩৪ বছর। বাড়ি গোপীবল্লভপুর ১ সাতমা গ্রামে।
জানা গেছে, দীর্ঘ দিন ধরে তিনি মানসিক অবসাদে ভুগছিল। পরিবার সুত্রে জানা গেছে, তিনি কর্ম সুত্রে মম্বাইতে থাকতেন।কিছু দিন আগে তিনি বাড়িতে আসেন। রবিবার সকালে বাড়ির লোকজন তাকে ঘরের ভেতর ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে গোপীবল্লভপুর থানায় খবর দেন। পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝাড়গ্রাম জেলা মেডিকেলে কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

