পার্থ খাঁড়া, ঝাড়গ্রাম, ৭ সেপ্টেম্বর: বুধবার ভোরে ফের ঝাড়গ্রামে হাতির হানায় মৃত্যু হল এক জনের। ঝাড়গ্রাম বন বিভাগের অন্তর্গত মানিকপাড়া রেঞ্জের রমরমা বিটের জামব্যাদা গ্রামে এদিন সকালে হাতি হানায় মৃত্যু হয় সুনির্মল পাল নামে এক ব্যক্তির ( ৪৬ )।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জঙ্গলে পাতা আনতে যাচ্ছিলেন সুনির্মল। সেই সময় জঙ্গলে যাওয়ার পথে রাস্তায় হঠাৎ করে একটি হাতি তার সামনে চলে আসে। ধরে ফেলে তাঁকে। শুঁড়ে তুলে বার বার আছাড় মারে সুনির্মলকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
সুনির্মলের বাড়ি ভাঙ্গাবাঁধের কিসমোত এলাকায়। জামব্যাদা গ্রামে তার শ্বশুরবাড়ি। জামব্যাদা গ্রামে ঘরজামাই থাকতেন তিনি। এই ঘটনার পরে রীতিমতো আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে জামব্যাদা গ্রামে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে বনদপ্তরের কর্মীরা।

