অমরজিৎ দে,ঝাড়গ্রাম,৩১ জুলাই:
রবিবার পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক পথচারীর। ঘটনাটি গোপীবল্লভপুরের পাওয়ার হাউসের সামনে ৯ নং রাজ্য সড়কের উপর।
স্থানীয় সূত্রে জানা যায়, গোপীবল্লভপুর থেকে হাতিবাড়ি যাওয়ার ৯ নং রাজ্য সড়কের উপর গোপীবল্লভপুরের পাওয়ার হাউসের সামনে এই দুর্ঘটনা ঘটে। দ্রুত গতিতে হাতিবাড়ির দিক থেকে আসা একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে রাখাল দাস নামে এক ব্যক্তিকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় রাখালবাবুর। খবর জানাজানি হতেই উত্তেজিত হয়ে পড়ে গোটা এলাকা।ঘটনাস্থলে উপস্থিত হয় গোপীবল্লভপুর থানার বিশাল পুলিশবাহিনী। বেশ কিছুক্ষ মৃত দেহটি পড়ে থাকার পর উত্তেজিত জনতার সাথে গোপীবল্লভপুর থানার পুলিশ কথা বলে মৃতদেহটি উদ্ধার করে গোপীবল্লভপুর সুপার স্পেশালিট হাসপাতালে নিয়ে আসনে। সেখান থেকে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ঝাড়গ্রাম জেলা সুপার স্পেশালিট হাসপাতালে পাঠিয়েছে। এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেন গোপীবল্লভপুরের শোকের ছায়া নেমে আসে।