Elephant, Jhargram, ঝাড়গ্রামে হাতির হানায় প্রাণ গেল এক ব্যক্তির

আমাদের ভারত, ঝাড়গ্রাম, ১৫ আগস্ট: স্বাধীনতা দিবসের সকালে শাবক নিয়ে ঝাড়গ্রাম শহরে ঢুকে পড়ল পাঁচটি হাতির একটি দল। হাতির হানায় মৃত্যু হলো ১ ব্যক্তির। বৃহস্পতিবার সকালে ঝাড়গ্রাম শহরের বিদ্যাসাগর পল্লির ঘটনা। মৃত ব্যক্তির নাম অনুপ মল্লিক (৫৪)। বাড়ি বিদ্যাসাগরপল্লী এলাকায়। ঘুম পাড়ানি গুলি করে ধরা হলো একটি হাতিকে।

জানা গিয়েছে, এদিন ভোরে ধরমপুর হয়ে হাতির দলটি ঢুকে পড়ে ঝাড়গ্রাম শহরের বিদ্যাসাগরপল্লী এলাকায়। সকালে বাড়ি থেকে বেরিয়ে কাজে যাওয়ার সময় হাতির দলের সামনে পড়ে যায় ওই ব্যক্তি। একটি হাতি ওই ব্যক্তিকে শুঁড়ে তুলে আছাড় মারে। উদ্ধার করে ঝাড়গ্রাম গভর্মেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। ৫টি হাতির মধ্যে শাবক সহ ৪টি হাতি ঝাড়গ্রাম রাজ কলেজের উল্টো দিকের পাঁচিল ঘেরা জঙ্গলে মধ্যে ঢুকে রয়েছে এবং একটি হাতি দলছুট হয়ে ঘুরে বেড়াচ্ছে।

ঝাড়গ্রামের ডিএফও উমর ইমাম বলেন, “শাবক সহ পাঁচটি হাতির একটি দল ঝাড়গ্রাম শহরে ঢুকে পড়েছে। হাতির হানায় ইতিমধ্যে ১ জনের মৃত্যু হয়েছে। ৪টি হাতি এক জায়গায় রয়েছে এবং একটি হাতি দলছুট হয়ে ঘুরে বেড়াচ্ছে। দলছুট হাতিটিকে ঘুম পাড়ানি গুলি করে ধরা হয়েছে। এখন মানুষের প্রচুর ভিড় রয়েছে। ভিড় কমে গেলে সন্ধের সময় বাকি ৪টি হাতিকে জঙ্গলে পাঠানো হবে”।

তিনি সাধারণ মানুষজনের উদ্দেশ্যে বলেন, “হাতি দেখার জন্য অযথা ভিড় করবেন না। হাতিকে বিরক্ত করবেন না। যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে। হাতিকে নিয়ন্ত্রণ করার জন্য বনদপ্তরের কর্মীরা এবং হুলা পার্টি সদস্যরা রয়েছে”।

দলছুট একটি হাতিকে বনদপ্তরের পক্ষ থেকে দুপুরে ঘুমপাড়ানি গুলি করে ঝাড়গ্রাম শহর লাগোয়া ধরমপুরের শাল জঙ্গলে ধরা হয়। জানা গিয়েছে, হাতিদিকে নিরাপদ জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। ঝাড়গ্রাম শহরে হাতি ঢুকে পড়ার ঘটনা নতুন কিছু নয়। মাঝে মধ্যেই জঙ্গল ছেড়ে ঝাড়গ্রাম শহরের মধ্যে ঢুকে পড়ছে হাতি। কিছু দিন আগেই শহরে ঢুকে পড়েছিল রামলাল। প্রায় আড়াই ঘণ্টার বেশি সময় ধরে শহরে ঘুরপাক খাওয়ার পরে বন দপ্তরের প্রচেষ্টায় জঙ্গেল ফিরে যায় রামলাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *