Rifle factory, Ichapur, নিরাপত্তা রক্ষীদের আক্রমণে প্রাণ গেল জন্মদিনের অনুষ্ঠানে আসা এক ব্যক্তির, গুরুতর আহত ২, উত্তেজনা ইছাপুরে

আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২৫ নভেম্বর: বন্ধুর মেয়ের জন্মদিনে গিয়ে আর নিজের মেয়ের জন্মদিন করতে পারল না ইছাপুর আনন্দ মঠ সি ব্লকের বাসিন্দা ৩২ বছরের কৃষানু চ্যাটার্জি। শনিবার রাতে ইছাপুর মেটাল এন্ড স্টিল ফ্যাক্টরির অন্তর্গত পার্ক এলাকার ভেতরে কৃষাণুবাবু তাঁর এক বন্ধুর মেয়ের জন্মদিনের পার্টিতে যান। সেখানে তিনি তার অন্যান্য বন্ধুদের নিয়ে পার্ক এলাকার মধ্যে গল্প করেছিলেন। সেই সময় মেটাল এন্ড স্টিল ফ্যাক্টরির নিরাপত্তা রক্ষীরা ওই এলাকায় হানা দেয়। অভিযোগ, সেই সময় কৃষাণুবাবু ও তার বন্ধুদের ফাইবারের স্টিক দিয়ে বেধড়ক মারধর করে নিরাপত্তা রক্ষীরা। আর সেই মারের জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয় কৃষাণু চ্যাটার্জির। এই ঘটনায় গুরুতর আহত কৃষাণুবাবুর আরো দুই বন্ধু ব্যারাকপুর বি এন বসু হাসপাতালে চিকিৎসাধীন।

তবে এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৃতের পরিবার সহ ইছাপুর আনন্দ মঠ এলাকায়। এদিন মৃতের পরিবারের সঙ্গে দেখা করতে তাঁর বাড়ি যান উত্তর ব্যারাকপুর পৌরসভার পৌর প্রধান মলয় ঘোষ সহ উত্তর ব্যারাকপুর পৌরসভার অন্যান্য কাউন্সিলর ও স্থানীয় তৃণমূল নেতৃত্ব। এই ঘটনার তীব্র নিন্দা করে এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানান পৌর প্রধান মলয় ঘোষ ও সিআইসি প্রদীপ বসু।

দোকানের কর্মী কৃষাণু চ্যাটার্জির স্ত্রী এদিন কান্নায় ভেঙে পড়ে বলেন, বুধবার তাদের ছোট্ট মেয়ের জন্মদিন। আর কৃষাণুবাবু নিজের সাধ্যমত মেয়ের জন্মদিনের আয়োজন করার ইচ্ছা প্রকাশ করেছিলেন তার পরিবারের কাছে। কিন্তু এমন আকস্মিক ঘটনায় সব শেষ হয়ে গেল তাদের। তাই সকলে এই মৃত্যুর উপযুক্ত বিচারের দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *