অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ১ নভেম্বর: নয়াগ্ৰামের জঙ্গল লাগোয়া রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ল যাত্রিবাহী বাস। অল্পের জন্য রক্ষা পেল বাসের আরোহীরা।
জানাগেছে, নয়াগ্ৰামের খড়িকামাথানী থেকে কাঁথি গামী একটি বেসরকারি বাস সোমবার খড়িকামাথানী বাস স্ট্যান্ড থেকে ২৫ জন যাত্রী নিয়ে রওনা দেয় কাঁথি অভিমুখে। প্রায় চার কিলোমিটার রাস্তা যাওয়ার পর খড়িকা সুপার স্পেশালিটি হাসপাতাল এবং জঙ্গল কন্যা সেতুর মাঝামাঝি জঙ্গল লাগোয়া রাস্তায় কোনও ক্রমে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার ধারের একটি গাছে ধাক্কা মারে। তখন স্থানীয় মানুষজন বাসের মধ্যে থাকা যাত্রীদের উদ্ধার করেন। এরপর সেখানে পৌঁছান নয়াগ্ৰাম থানার পুলিশ কর্মীরা। আহত যাত্রীদের নিয়ে যাওয়া হয় খড়িকা সুপার স্পেশালিটি হাসপাতালে।
হাসপাতাল সুত্রে খবর, কারো আঘাত গুরুতর না হওয়ায় প্রাথমিক চিকিৎসার পর সকলকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে যাত্রীবাহী বাসের এই দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকার মানুষের মধ্যে। আতঙ্কে রয়েছে বাসে থাকা যাত্রীদের পরিবারের লোকজন। অভিযোগ উঠছে, বাস চালক মদ্যপ থাকার কারণে প্রথম থেকেই বেপরোয়া ভাবে বাসটি চালাচ্ছিলেন, যার জন্য এই দুর্ঘটনা ঘটেছে।