মেদিনীপুরে ঝড়ে ভেঙ্গে পড়লো ফ্ল্যাটের একাংশ, অল্পের জন্য প্রাণে বাঁচলেন এক মহিলা

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১০ মে: জেলায় মোকার প্রভাব খুব একটা না পড়লেও, অল্পবিস্তর ঝড় বৃষ্টি লক্ষ্য করা গেল জেলার বিভিন্ন জায়গায়। জঙ্গলমহলসহ বেশ কিছু জায়গায় বজ্রপাত সহ শিলাবৃষ্টি হয় এদিন। একই সাথে অল্প বেগে ঝড়ও হয় বেশ কিছু জায়গায়।

তবে এই অল্প ঝড়েই মেদিনীপুর শহরে ব্যস্ততম রাস্তা স্কুলবাজার, জগন্নাথ মন্দির এলাকায় ভেঙ্গে পড়ে একটি বহুতল ফ্ল্যাটের একাংশ। ফ্ল্যাটের একটি বড় অংশ ভেঙ্গে পাশের একটি লজের ওপর পড়ে। ক্ষয়ক্ষতি হয় লজের বেশ কিছু অংশ। এমনকি লজের ভিতরে থাকা একটি বাইকও ভেঙ্গে গুঁড়ো হয়ে যায়। অল্পের জন্য প্রাণে বাঁচেন এই সময় লজের বেলকনিতে থাকা এক ভদ্রমহিলা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *