সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২৬অক্টোবর: ডানার দাপটে নাগাড়ে বৃষ্টিতে ব্যাপক ক্ষতি না হলেও বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। আর এই একনাগাড়ে বৃষ্টিতে ধসে পড়ে প্রাচীন একটি দোতলা বাড়ির একাংশ। গতকাল রাতে বাঁকুড়া শহরের হরেশ্বরমেলায় এই ঘটনা ঘটে।
ডানার প্রভাবে গতকাল সকাল থেকেই একটানা বৃষ্টি পড়তে থাকে। রাস্তা ঘাট সব শুনসান হয়ে যায়। গতকাল অধিক রাতে এই ঘটনা ঘটলেও কোনও প্রাণহানি ঘটেনি। ইন্দারাগোড়া জিপি সিংহ রোডে বাঁকুড়া শহরের ৬নং ওয়ার্ডের হরেশ্বর মেলায় বহু প্রাচীন এই বাড়িতে বেশ কয়েকটি ভাড়াটিয়া পরিবার বাস করতো। বাড়িটি জীর্ণ হয়ে পড়ায় বেশ কিছু ভাড়াটিয়া বাসস্থান ত্যাগ করে অন্যত্র চলে যায়। বাড়ির বাকি অংশে এখনো তিন- চারটি পরিবার বাস করতো। ঘটনার পরই তাদের অন্যত্র সরিয়ে দেওয়া হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, বাড়িটিতে বেশ কিছু ভাড়াটিয়া বসবাস করলেও সংস্কারের অভাবে জীর্ণ হয়ে পড়ে। অধিক বৃষ্টিতে গতকাল রাতে বাড়িটির একাংশ ধসে পড়ে। বিষয়টি পৌরসভার গোচরে আনা হয়েছে।