পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৬ সেপ্টেম্বর: আজ রাজা নরেন্দ্র লাল খান মহিলা মহাবিদ্যালয়ে ‘গুগল নিউজ ইনিশিয়েটিভ ফর ফ্যাক্ট ফাইন্ডিং’ এর একদিনের একটি কর্মশালা অনুষ্ঠিত হল। অনুষ্ঠানটি আইকিউএসি আর ক্যারিয়ার অ্যাডভান্সমেন্ট সেন্টারের তত্ত্বাবধানে মহাবিদ্যালয়ের অধ্যক্ষা ড: জয়শ্রী লাহা’র অনুপ্রেরনায় আয়োজন করা হয়। আইকিউএসি- এর কোঅর্ডিনেটর ড: রশ্মি মুখার্জি এরকম কর্মশালার প্রয়োজনের মাহাত্ম্য সম্পর্কে বলেন। সিএসি’র কোঅর্ডিনেটর ছাত্রীদের জন্য এর প্রাধান্যের কথাটি উপস্থাপনা করেন।

বক্তা ছিলেন শ্রী পুলোকেশ ঘোষ, সিনিয়র করেসপন্ডেন্ট বর্তমান, স্পেশাল করেসপন্ডেন্ট উত্তরবঙ্গ সংবাদ খুবই সুন্দর ভাবে কিভাবে সংবাদ মাধ্যমে ভুল ছবি অথবা ভুল খবর আমরা কিভাবে অনুসন্ধান করবো। সভায় উপস্থিত শ্রী সৌমেন্দু দে মহাশয়, এক্সপার্ট ফ্যাকাল্টি, বাঁকুড়া ইউনিভার্সিটি তার মূল্যবান বক্তৃতা দেন। মহাবিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ছাত্রীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা দেখা যায়।

