আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১৩ সেপ্টেম্বর:
নিষিদ্ধ কোডাইন মিক্সচার সহ কুখ্যাত মাদক পাচারকারীকে গ্রেফতার করল গোবরডাঙ্গা থানার পুলিশ। শনিবার রাতে উত্তর ২৪ পরগনার গোবরডাঙ্গা থানার মছলন্দপুর নিমতলা ব্রিজের কাছ থেকে প্রায় দশ লিটার নিষিদ্ধ তরল কোডাইন মিক্সচার সহ আরিফ মণ্ডল নামে এক কুখ্যাত দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ সূত্রের খবর, গোবরডাঙ্গা থানার পুলিশের কাছে গোপন সূত্রের খবর আসে মছলন্দপুর নিমতল এলাকায় এক ব্যক্তি কোডাইন মিক্সচার পাচার করার উদ্দেশ্যে সীমান্তের দিকে যাচ্ছে। পুলিশ সুযোগ বুঝে ওই আরিফকে হাতেনাতে ধরে ফেলে। উদ্ধার হয় ড্রাম বোঝাই তরল কোডাইন। যুবককে আটক করে পুলিশ জিজ্ঞাসাবাদ করে। পুলিশের কাছ থেকে জানা যায়, ধৃত ব্যক্তির নামে বিভন্ন থানায় অসামাজিক কাজের একাধিক অভিযোগ আছে। ধৃত মছলন্দপুর নিমতলা এলকার বাসিন্দা। রবিবার আরিফকে বারাসত আদালতে তোলা হলে বিচারক পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়।