Jute Mill, Jagaddal, সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ ঝুলল জগদ্দলের অ্যাংলো ইন্ডিয়া জুটমিলে

আমাদের ভারত, ব্যারাকপুর, ৫ জুলাই: আচমকা সাময়িক সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ ঝুলল জগদ্দলের অ্যাংলো ইন্ডিয়া জুটমিলে। বৃহস্পতিবার রাতে মালিকপক্ষ সায়মিক বন্ধের নোটিশ ঝুলিয়ে দেয়। যার জেরে শুক্রবার কাজে যোগ দিতে এসে শ্রমিকরা বন্ধের নোটিশ দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন। বন্ধের নোটিশে উৎপাদনের ঘাটতিকেই দায়ী করেছে মালিক পক্ষ। নোটিশে উল্লেখ করা হয়েছে, এস ফোর তাঁত বিভাগের শ্রমিকদের একাংশ ঠিকমতো কাজ করছে না। হেলপারদের কাজে লাগিয়ে তারা দীর্ঘক্ষণ টিফিনের জন্য সময় ব্যয় করে।

যদিও মিলের আইএনটিইউসি ইউনিয়নের বক্তব্য, মিলে মালের অর্ডার নেই। তাই সাময়িক বন্ধ রেখেছেন মালিক পক্ষ। অর্ডার মিললে ফের ঠিকমতো মিল চলবে।

অপর দিকে মিল বন্ধের ঘটনায় রাজ্যে সরকারের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ আনলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। তিনি এদিন অভিযোগ করে বলেন, “রাজ্যের জুট শিল্প বাঁচানোর তাগিদ দেখাচ্ছে না তৃণমূল সরকার। এখানে জুটের কোনো সমস্যা নেই। বরং মিলে শ্রমিকদের কাজ দেওয়া হচ্ছে না, তার পরিবর্তে কন্ট্রাক্টরদের মাধ্যমে কম টাকায় কাজ করানো হচ্ছে। আর এই রাজ্যে তৃণমূল দল এই কন্ট্রাক্টরদের ভূমিকা পালন করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *