পিন্টু কুন্ডু, বালুরঘাট, ১৩ ফেব্রুয়ারি: গলায় ফাঁস লাগিয়ে নবম শ্রেণির এক স্কুল ছাত্রীর আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য ছড়াল। লকডাউনের দীর্ঘ কয়েকমাস পর প্রথম স্কুল থেকে ফিরেই এমন ঘটনায় রীতিমতো আলোড়ন ছড়িয়েছে এলাকায়। দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকের সাফানগরের কাতলা দাসপাড়া এলাকার ঘটনা। পুলিশ জানিয়েছে, মৃত ওই ছাত্রীর নাম শর্মিলা রায় (১৪)। সাফানগর হাইস্কুলের ছাত্রী ছিল সে। ওইদিন ঘটনার খবর পেয়েই পুলিশ পৌছে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, বাড়ি থেকে প্রায় চার কিলোমিটার দূরে শর্মিলার স্কুল। শুক্রবার রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী তাদের স্কুলও খুলেছিল। স্কুল থেকে ফিরে যে এমন কান্ড করবে ওই ছাত্রী তা কেউই ভাবতে পারছেন না। জানাগেছে, প্রতিবেশীর বাড়িতে ওইদিন অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন পরিবারের অন্যান্য সদস্যরা। সেই সুযোগেই ঘরে দরজা দিয়ে আত্মহত্যা করে শর্মিলা। যদিও স্থানীয় বাসিন্দাদের দাবি স্কুল থেকে ফেরার পথে কিছু ছেলের সাথে তার ঝামেলা লক্ষ্য করা যায়। প্রেম ঘটিত কারণ থেকেই এমন আত্মহত্যার ঘটনা বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের।
যদিও ছাত্রীর মৃত্যুর প্রকৃত কারণ জানতে পুলিশি তদন্তের দাবি জানিয়েছেন দাদা অরুণ রায়।