আমাদের ভারত, ঝাড়গ্রাম, ৩ জানুয়ারি: ভরা শীতের মাঝখানে বৃষ্টি নেমে আসায় পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া সহ দক্ষিণবঙ্গে এক নতুন পরিবেশ সৃষ্টি হয়েছে।বৃহস্পতিবার রাত এগারোটার পর মেঘের ভ্রুকুটি দেখা দেওয়ার প্রায় সঙ্গে সঙ্গেই শুরু হয় বৃষ্টিপাত। শুক্রবারও সকাল থেকে দক্ষিণ বঙ্গের জেলা গুলির বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টি হচ্ছে। ভরা শীতের আমেজের সঙ্গে বৃষ্টিপাতের মিশেলে হাড় কাঁপানো শীতল পরিবেশের সৃষ্টি হয়েছে। শরীরে শীতের ভারী পোশাক এবং মাথায় ছাতা ধরে বাড়ির বাইরে বের হচ্ছেন মানুষজন।
“শীত-বৃষ্টির” এই পরিবেশ তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছেন সকলে। বাড়িতে থাকা অধিকাংশ মানুষ উষ্ণ চায়ে চুমুক দিচ্ছেন। জমিয়ে শীতের সঙ্গে বৃষ্টির ঘনঘটায় সবজি চাষে ব্যাপক ক্ষতির সম্ভাবনা দেখছেন কৃষকরা।