আমাদের ভারত, ২২ আগস্ট: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার বাংলা সফরে কলকাতা এসে একসঙ্গে উদ্বোধন করলেন তিন তিনটি মেট্রো রুটের। নোয়াপাড়া- জয় হিন্দ বিমানবন্দর, শিয়ালদা- এসপ্ল্যানেড, বেলেঘাটা-হেমন্ত মুখোপাধ্যায় বা রুবি রুটের। এরফলে শুক্রবার থেকে কলকাতার যোগাযোগ ব্যবস্থায় নতুন অধ্যায়ের পথ চলা শুরু হলো।
হাওড়া থেকে সল্টলেক সেক্টর ফাইভ, কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় হয়ে বেলেঘাটা, নোয়াপাড়া থেকে জয়হিন্দ বিমানবন্দর অর্থাৎ অল্প সময়ের মধ্যে এবার শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছানো যাবে খুব সহজেই।
শুক্রবার বিকেল চারটে কুড়ি মিনিটে কলকাতা বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। তাঁকে স্বাগত জানান, রাজ্যের মন্ত্রী জ্যোৎস্না মান্ডি, রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ, ছিলেন রাজ্যপাল সি বি আনন্দ বোস। তবে আমন্ত্রণ জানানো হলেও উদ্বোধনী মঞ্চে যাননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নীতিগত কারণেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানাগেছে।
ট্রাফিকের বোঝা কমাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই তিনটি রুটের মধ্যে হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ পরিষেবা চালু হয়েছে শুক্রবার থেকেই। নোয়াপাড়া বিমানবন্দর এবং কবি সুভাষ বেলেঘাটার রুট শুরু হবে আগামী সোমবার।
নতুন মেট্রোর সময় সূচি প্রকাশ করেছে কর্তৃপক্ষ। হাওড়া থেকে সল্টলেক রুটে সকাল ৬.৩০ থেকে রাত ১০.১৯ মিনিট পর্যন্ত ট্রেন পাওয়া যাবে। বিমানবন্দর নোয়াপাড়া রুটে সকাল ৭:৫৮ থেকে রাত ৮.১০ মিনিট পর্যন্ত আর কবি সুভাষ বেলেঘাটা রুটে সকাল ৮ থেকে রাত ৮ :২৮ পর্যন্ত ট্রেন পাওয়া যাবে। যাত্রীদের চাহিদা অনুযায়ী ব্যস্ত রুটে সময়ের ব্যবধান কমানো হবে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে।
ভাড়ার তালিকাও ঘোষণা করা হয়েছে। ন্যূনতম ভাড়া ৫ টাকা সর্বোচ্চ ৭০ টাকা। বিমানবন্দর থেকে যশোর রোড যেতে খরচ হবে পাঁচ টাকা। এসপ্ল্যানেড থেকে যেতে ৪০ টাকা, হাওড়া থেকে ৫০ টাকা আর সেক্টর ফাইভের জন্য দিতে হবে ৭০ টাকা।
মোদীর এই সফরের রাজনৈতিক গুরুত্ব যথেষ্ট। বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা ভোট। শুক্রবার মেট্রো রুটের উদ্বোধনের পরে তিনি জনসভা করেন দমদম সেন্ট্রাল জেল ময়দানে। বিজেপি শিবির মনে করেছে প্রধানমন্ত্রীর এই সফর ভোটের আগে বাংলার মানুষের কাছে আবার একবার উন্নয়নের বার্তা পৌঁছে দিয়ে গেল, যা আগামী দিনে তাদের প্রচারের হাতিয়ার হবে।