আমাদের ভারত, ২৪ নভেম্বর: “ভারতের ৫৩তম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য বিচারপতি সূর্যকান্তকে আন্তরিক অভিনন্দন। তাঁর পদোন্নতি আমাদের জাতির জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। আমরা ভারতীয় বিচার বিভাগের স্বাধীনতা, অখণ্ডতা এবং সহজলব্ধতাকে শক্তিশালী করার জন্য তাঁর নেতৃত্বের প্রত্যাশা করছি।” সোমবার এক্সবার্তায় এ কথা লিখেছেন তৃণমূল নেতা তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
অভিষেক লিখেছেন, “এমন সময়ে যখন সাংবিধানিক মূল্যবোধ, প্রাতিষ্ঠানিক স্বায়ত্তশাসন এবং নাগরিকদের অধিকারের জন্য সতর্ক সুরক্ষা প্রয়োজন। আমরা আশা করি তাঁর মেয়াদ আমাদের জাতির হৃদয়ে নিহিত ন্যায়বিচার, স্বাধীনতা, সমতা এবং ভ্রাতৃত্বের নীতিগুলিকে আরও শক্তিশালী করবে। মাননীয় প্রধান বিচারপতির প্রজ্ঞা, ন্যায্যতা এবং ভারতের সংবিধানের প্রতি অঙ্গীকারের দ্বারা চিহ্নিত একটি মেয়াদ কামনা করছি।”

