আমাদের ভারত, ৭ মার্চ: জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়ার পর এই প্রথম ভূ-স্বর্গে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার সেখানে বক্সি স্টেডিয়ামে সভা করেন তিনি। শ্রীনগরে সভার পর এক কাশ্মীরি যুবকের সঙ্গে তোলা সেলফি পোস্ট করেন নিজের এক্স হ্যান্ডেলে। মোদী সেই পোস্টে লিখেছেন, একটা স্মরণীয় সেলফি আমার বন্ধু নজিমের সঙ্গে।
মনে হতেই পারে, কাশ্মীরের এই যুবক আসলে কে? শ্রীনগরে বৃহস্পতিবার নরেন্দ্র মোদী বিকশিত ভারত প্রকল্পের উপভোক্তাদের সঙ্গে কথা বলেন। শ্রীনগরের বক্সি স্টেডিয়ামের সভায় আয়োজন করা হয়েছিল এই অনুষ্ঠানের। সেখানেই উপস্থিত ছিলেন কাশ্মীরের পুলওয়ামা থেকে আসা নাজিম। মোদীর কাছে অনুরোধ করেন, যাতে নাজিমের সঙ্গে তিনি একটি সেলফি তোলেন। কাশ্মীরের এই যুবকের অনুরোধ ফেলতে পারেননি দেশের প্রধানমন্ত্রী। তারপরে নিজের এক্স হ্যান্ডেল এই নাজিমের সাথে তোলা ছবিটি পোস্টও করেন তিনি। নরেন্দ্র মোদী এই পোস্টে লেখেন, স্মরণীয় একটি সেলফি আমার বন্ধু নাজিমের সঙ্গে। যে ভালো কাজ সে করেছে আমি তাতে মুগ্ধ। তার সঙ্গে দেখা করে আমি খুশি। তাকে আগামীর জন্য অনেক শুভেচ্ছা।
২০১৯ সালে কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হামলার ঘটনায় গোটা দেশ ডুবে ছিল শোকে। তারপরে পাকিস্তানের জঙ্গি ঘাঁটি টার্গেট করে ভারত চালিয়েছিল সার্জিক্যাল স্ট্রাইক। সেই ঘটনা ঘিরে এককালে উত্তপ্ত হয়েছে কাশ্মীরের পরিস্থিতি। কিন্তু সেই সমস্ত অধ্যায় কাটিয়ে এবার খবরে কাশ্মীরের পুলওয়ামার নাজিম। মূলত কেন্দ্রের বিকশিত ভারত প্রকল্পের উপভোক্তা নাজিম কাশ্মীরের মধু শিল্পের সঙ্গে জড়িত। এই শিল্প উদ্যোগ নিয়ে তিনি কাশ্মীরের মধু শিল্পকে আরো এগিয়ে নিয়ে যেতে চান। সেই জায়গা থেকে তার এন্টারপ্রেনারশিপ চর্চা।
দশম শ্রেণিতে পড়াকালীন সময়ে নাজিম এই উদ্যোগ শুরু করেছিলেন। পরে তা ধীরে ধীরে অনেকটা বাড়িয়ে নিয়েছেন। ২০১৮ সাল থেকে শুরু করা নাজিমের এই উদ্যোগ আজও চলছে জোর কদমে। মোদীর সঙ্গে তার মধু শিল্পের বিষয়ে আলোচনায় নাজিম জানান, প্রথমে ছাদের মাথায় দুটি মৌমাছির চাক বক্সে করে রেখে দিয়ে শুরু করেছিলেন ব্যবসায়িক পথ চলা। ৭৫ কেজি মধু থেকে আয় করেছিলেন ৬০ হাজার টাকা। তখন মধু সে গ্রামে বিক্রি করেছিলেন। নাজিম বলেছেন, ২৫টি মৌমাছির বক্সের জন্য তিনি সরকার থেকে ৫০ শতাংশ ভর্তুকি পেয়েছিলেন। সেই থেকে বেড়ে এখন ২০০টি মৌমাছির বক্স রয়েছে নাজিমের। পাঁচ লাখ টাকা তার হাতে এই ব্যবসা থেকে আসে। বর্তমানে ১০০ জন কর্মরত তার ব্যবসায়।