আমাদের ভারত, মালদা, ৩০ আগস্ট: কোতুয়ালি গ্রাম পঞ্চায়েত দখল করতে চলেছে বিজেপি। এই গ্রাম পঞ্চায়েতের এক তৃণমূল সদস্য রবিবার সন্ধ্যায় যোগদান করলেন বিজেপিতে। শহরের পুরাটুলিতে বিজেপি কার্যালয়ে সাংসদ খগেন মুর্মু দলত্যাগী পঞ্চায়েত সদস্যর হাতে দলীয় পতাকা তুলে দেন।
উল্লেখ্য কোতুয়ালি গ্রাম পঞ্চায়েতের ১০ জন সদস্যের মধ্যে ছয় জন বিজেপির সদস্য ছিলেন। তাদের মধ্যে তিনজন সদস্য তৃণমূলে যোগদান করেছিলেন। তার মধ্যে একজন আবার বিজেপিতে ফিরে এলেন। জানা গেছে, তাঁর নাম বাবলু ঘোষ। বিজেপিতে ফেরা বাবলু ঘোষের বক্তব্য, রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তাঁকে চাপ দিয়ে বিজেপি ছাড়তে বাধ্য করেছি। এই কারণেই তিনি বিজেপি ছেড়ে তৃণমূলে গিয়েছিলেন। কিন্তু আবারও রবিবার সন্ধ্যায় তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন।
মালদা জেলা বিজেপি সভাপতি গোবিন্দ চন্দ্র মন্ডল বলেন, আরও দু,জন ফিরে আসবেন। তাই আগামীতে কোতুয়ালি গ্রাম পঞ্চায়েত তারা দখল করতে চলেছেন। তৃণমূলের জেলা কো-অডিনেটর দুলাল সরকার বলেন, ওই বাবলু ঘোষ দল বদলের খেলায় মেতেছে। এতে আমাদের দলের কোনও ক্ষতি হবে না।