বালিচক স্টেশন সংলগ্ন রেল লাইনের ওপর থেকে উদ্ধার এক ব্যক্তির দেহ, কিছুটা দূরে উদ্ধার মেয়ে

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: রেল লাইনের ওপর থেকে উদ্ধার হল এক ব্যক্তির দ্বি-খণ্ডিত দেহ। বেশ কিছুটা দূরেই রক্তাক্ত ও ক্ষতবিক্ষত অবস্থায় উদ্ধার হয় মেয়ে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে প্রথমে ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে ও পরে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। শনিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের বালিচক স্টেশন সংলগ্ন রেল লাইনের ওপর। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

প্রসঙ্গত, শুক্রবার সন্ধ্যায় হঠাৎ করেই বালিচক সংলগ্ন ওই রেললাইন থেকে এক যুবতীর আওয়াজ শুনতে পান স্থানীয়রা। তাঁরা গিয়ে দেখেন, এক যুবতী রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। কিছুটা দূরেই রেল লাইনের ওপর দ্বিখণ্ডিত অবস্থায় পড়ে রয়েছে যুবতীর বাবার মৃতদেহ। মৃত ব্যক্তির নাম কমল সেন। বছর ৫৫-র ওই ব্যক্তির বাড়ি ডেবরার রঘুনাথপুর এলাকায় বলে জানা যায়। তিনি পেশায় শিক্ষক ছিলেন বলেও জানা গেছে। গুরুতর আহত অবস্থায় বছর ২১-এর মেয়েকে ডেবরা সুপার সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়েই ঘটনাস্থলে উপস্থিত হন, ডেবরা থানা এবং রেল পুলিশের আধিকারিকরা। এলাকায় তল্লাশি চালাচ্ছে পুলিশ।

অন্যদিকে, অবস্থার অবনতি হলে ওই যুবতীকে স্থানান্তরিত করা হয় মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। অপরদিকে, এই ঘটনা আত্মহত্যা, নাকি খুন? তা নিয়ে স্থানীয়রা বিভিন্ন মতামত দিচ্ছেন। অনেকের মতে, বাবা আত্মহত্যা করেছেন, তাঁকে রক্ষা করতে গিয়ে ট্রেনের ধাক্কায় আহত হয়েছেন মেয়ে।

অন্য মত অনুযায়ী, বাবাকে খুন করে রেললাইনের ওপর ফেলে দেওয়া হয়েছে এবং মেয়ের উপর-ও দুষ্কৃতী হামলা হয়েছে। তবে, পুলিশ কোনো কিছুই নিশ্চিত করতে পারেনি। ঘটনার তদন্ত চালাচ্ছ পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *