সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ৬ সেপ্টেম্বর: দুই লরির মাঝে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় বাঁকুড়া শহর লাগোয়া বিকনার হেভিমোড় এলাকায়।
এই এলাকাতেই রয়েছে এফ সিআইএর গোডাউন। প্রতিদিনই মাল পরিবহনের জন্য সারি সারি লরি দাঁড়িয়ে থাকে। এদিন সকালে এরকম দাঁড়িয়ে থাকা দুটি লরির মাঝে এক মধ্যবয়সী ব্যক্তি মৃতদেহ পড়ে থাকতে দেখে স্হানীয় লোকজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
জানা গেছে মৃত ব্যক্তির নাম ভোলা সিং, পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা। তিনি একটি লরির খালাসি। মৃত্যুর কারণ জানা না গেলেও প্রত্যক্ষদর্শীরা জানান, মৃত ব্যক্তির দেহে আঘাতের চিহ্ন দেখা যায়।

