আরামবাগ, আমাদের ভারত, ৬ আগস্ট: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি বিকৃত করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার অপরাধে বুধবার রাতে এক ব্যক্তিকে গ্রেফতার করল গোঘাট থানার পুলিশ। ধৃতের নাম ছোট্টু চক্রবর্তী। ঘটনাটি হুগলীর গোঘাট থানার ভাদুর অঞ্চল এলাকার। ধৃত ব্যক্তিকে আজ আরামবাগ মহকুমা আদালতে তোলা হল।
উল্লেখ্য, ওই ব্যক্তি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকৃত ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিল। এরপর ভাদুর অঞ্চলের তৃণমূলের পক্ষ থেকে গোঘাট থানায় একটি অভিযোগ দায়ের করা হয় ওই ব্যক্তির বিরুদ্ধে। এর পরেই বুধবার রাতে গোঘাট থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে। অভিযুক্ত জানান, অশ্লীল ছবি পোস্ট করাটা অন্যায় হয়েছে। বৃহস্পতিবার ওই ব্যক্তিকে আরামবাগ মহকুমা আদালতে তোলা হয়।

