আমাদের ভারত, মুর্শিদাবাদ, ২ নভেম্বর: ফের মুর্শিদাবাদ জেলা থেকে এনআইএ’র জালে ধৃত আলকায়দা জঙ্গি মডিউলের সাথে যুক্ত এক ব্যক্তি। রবিবার রাতে এনআইএ’র বিশেষ দল অভিযান চালিয়ে মুর্শিদাবাদ জেলা থেকে আব্দুল মমিন নামে এক জঙ্গিকে গ্রেফতার করে।
উল্লেখ্য, মুর্শিদাবাদ জেলার ডোমকল মহকুমার বিভিন্ন এলাকায় তল্লাশি চালিয়ে মোট ছয় জন আল কায়দা জঙ্গি সন্দেহে আগেই গ্রেফতার করে এনআইএ। ধৃতদের ইতিমধ্যেই দিল্লিতে নিয়ে গিয়ে জিজ্ঞেসবাদ করছে এনআইএ’র বিশেষ দল। তাদের জিজ্ঞেসবাদ করে আব্দুল মোমিনের হদিশ মেলে বলে সুত্রে খবর। তারপরেই তার বাড়িতে হানা দেয় এবং আব্দুল মোমিনকে জঙ্গি সন্দেহে গ্রেফতার করে।