Jalpaiguri, Court, মেয়ের বান্ধবীকে ধ*র্ষণের দায়ে এক ব্যক্তির ২৫ বছরের কারাদণ্ড, নির্দেশ জলপাইগুড়ি জেলা আদালতের বিশেষ পকসো কোর্টের

আমাদের ভারত, জলপাইগুড়ি, ১৯ জুলাই: বান্ধবীর বাবার লালসার শিকার এক নাবালিকা। ঘটনায় দোষী সাব্যস্ত অভিযুক্ত ব্যক্তিকে ২৫ বছরের কারাদণ্ডের নির্দেশ জলপাইগুড়ি জেলা আদালতের বিশেষ পকসো কোর্টের। শনিবার এই রায় দিয়েছেন বিশেষ পকসো কোর্টের বিচারক রিন্টু সুর, জানালেন সহকারি সরকারি আইনজীবী দেবাশিস দত্ত।

২০২৩ সালে ৮ এপ্রিল জলপাইগুড়ির রাজগঞ্জ থানায় নাবালিকার পরিবারের তরফে তার বাবা অভিযোগ জানায়। সহকারি সরকারি আইনজীবী দেবাশীষ দত্ত আরও বলেন, নাবালিকা মেয়েটি তার বান্ধবীর বাড়িতে গেলে সেই বান্ধবীর বাবা বলপূর্বক তার সাথে শারীরিক সম্পর্ক করে বাড়ির পাশে নির্জন জায়গায় মন্দিরের পিছনে নিয়ে গিয়ে। এই ঘটনার জেরে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে মেয়েটি। মেয়েটির মা মেয়ের শারীরিক কিছু পরিবর্তন লক্ষ্য করেন এবং পরীক্ষার পর দেখা যায় সে তিন মাসের অন্তঃসত্ত্বা।

পরে নাবালিকা জানায় যে, তার বান্ধবীর বাবাই তাকে জোর করে ধর্ষণ করেছে এবং এই কথা কাউকে না বলার জন্য ভয়ে দেখিয়েছে। রাজগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন নাবালিকার বাবা। অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ এবং নির্দিষ্ট সময়ে চার্জশিট দাখিল করে। এদিন আদালতে ১২ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। উভয় পক্ষের সওয়াল জবাব শোনার পর বিচারক অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে ২৫ বছরের কারাদণ্ডের নির্দেশ দেন। এর পাশাপাশি এক লক্ষ টাকা জরিমানারও আদেশ দেওয়া হয়েছে। এছাড়া ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটিকে পাঁচ লক্ষ টাকা নাবালিকাকে দেওয়ারও নির্দেশ দিয়েছে আদালত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *