জে মাহাতো, মেদিনীপুর, ৯ নভেম্বর: দাঁতন থানার বামুনদা গ্রামে গাছ কাটতে গিয়ে গাছ থেকে পড়ে মৃত্যু হয়েছে কেশরম্ভা গ্রামের মৃত্যুঞ্জয় বর্মন ৩৫ নামে এক ব্যক্তির। আজ সোমবার বেলা বারোটা নাগাদ ঘটনাটি ঘটে। গুরুতর জখম অবস্থায় তাকে দাঁতন গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করে। ময়নাতদন্ত করা হবে বলে পুলিশ জানিয়েছে। আজ সকালবেলা এক গাছ ব্যবসায়ীর গাছ কাটার কাজ করছিলেন, মৃত্যুঞ্জয়বাবু সেই সময় গাছ থেকে পড়ে গিয়ে দুর্ঘটনাটি ঘটেছে বলে দাঁতন থানার পুলিশ জানিয়েছে।