আমাদের ভারত, মালদা, ৫ নভেম্বর: চাকরি দেওয়ার নাম করে প্রায় ১১ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল ইংরেজবাজার থানার পুলিশ। ধৃতের নাম রাকেশ বেরা। বাড়ি মালদা শহরের বিধান পল্লী এলাকায়।
মালদা শহরের মিরচকের বাসিন্দা পায়েল কুন্ডু কিছুদিন আগে ইংরেজবাজার থানায় অভিযোগ করেন চাকরি দেওয়ার নাম করে তার কাছ থেকে রাকেশ বেরা সহ আরও দুজন প্রায় ১১ লক্ষ টাকা প্রতারণা করেছে। রাকেশ বেরা বলেছিল স্বাস্থ্য দপ্তরের গ্রুপ ডি-র কর্মী পদে তার চাকুরী করে দেবে। মাসখানেক আগেই তাকে একটি অ্যাপার্টমেন্ট লেটার রাকেশ দেয়। এর আগেই রাকেশবাবু ১১ লক্ষ টাকা নেয় সে। এরপর চাকুরিতে যোগদান করতে গেলে পায়েল কুন্ডু জানতে পারে ওই অ্যাপয়েন্টমেন্ট লেটারটি ভুয়ো। এরপর তিনি ইংরেজ বাজার থানায় অভিযোগ করেন। সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশ রাকেশকে গ্রেপ্তার করেছে।