Sabotage, Independence Day, স্বাধীনতা দিবসের আগে বড়সড় নাশকতার ছক, পঞ্জাবে উদ্ধার বিপুল পরিমাণ অস্ত্র ও টাকা, ধৃত পাক মদতপুষ্ট ৫ দুষ্কৃতি

আমাদের ভারত, ২৭ জুলাই: স্বাধীনতা দিবসের আগে ভারতে নাশকতার ছক আইএসআই- এর। সীমান্ত থেকে অস্ত্র পৌঁছে দিচ্ছে আইএসআই মদদপুষ্টরা। গোপন সূত্রে খবরের ভিত্তিতে রবিবার ভোরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ পিস্তল, কার্তুজ ও নগদ টাকা উদ্ধার করে পুলিশ। অস্ত্র উদ্ধারের পাশাপাশি নাশকতার কাজে যুক্ত থাকার অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।

পঞ্জাব পুলিশের ডিজিপি গৌরব যাদব এক্স হ্যান্ডেল একটি পোস্ট করে লিখেছেন, গোপন সূত্রে খবরের ভিত্তিতে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার সাহায্য নিয়ে অমৃতসর গ্রামীণ পুলিশ অভিযান চালায়। পাশাপাশি গ্রেফতার করা হয় পাঁচজনকে। যদিও রাজ্যের ঠিক কোন এলাকায় অভিযান চালানো হয়েছে সেই বিষয়ে জানানো হয়নি। ধৃত সবাই পঞ্জাবের বাসিন্দা। পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের কাছ থেকে একটি এ কে‌ ৩০৭ রাইফেল, দুটি ম্যাগাজিন, দুটি পিস্তল, ৯০টি কার্তুজ, নগদ সাড়ে সাত লক্ষ টাকা, একটি গাড়ি, তিনটি ফোন বাজেয়াপ্ত করা হয়েছে।

এর আগেও পঞ্জাব সীমান্তে একাধিকবার অস্ত্র ও মাদক পাচার করার চেষ্টা করা হয়েছিল। সেই চক্রান্ত রুখে দিয়েছিল পুলিশ। এদিকে অপারেশন সিঁদুরের পর পঞ্জাব থেকে একাধিক পাকচক্রীকে গ্রেফতার করা হয়। এর মধ্যে বিপুল পরিমাণ অস্ত্রসহ পাঁচজনকে গ্রেফতার করল পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *