আমাদের ভারত, মুর্শিদাবাদ, ৪ নভেম্বর: সরকারি জুনিয়র স্কুলের মাদ্রাসার এক শিক্ষিকাকে রহস্যজনক ভাবে খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়াল মুর্শিদাবাদে নবগ্ৰামের রঘুপুর গ্ৰামে। পুলিশ জানিয়েছে মৃতের নাম, মনিরা বিবি বয়স (৪০) পেশায় তিনি মাদ্রাসা স্কুলের শিক্ষিকা।
মৃতের পরিবারের অভিযোগ, মৃত এই গৃহবধূকে গুলি করে হত্যা করা হয়েছে। ঘটনায় অভিযোগের তির উঠেছে মৃতের দ্বিতীয় পক্ষের স্বামী আখের সেখের বিরুদ্ধে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত মনিরা বিবি প্রথম পক্ষের স্বামী ছেলে ও মেয়ে থাকা সত্ত্বেও প্রায় তিন বছর আগে আখের সেখ নামের অভিযুক্ত এই ব্যাক্তির সাথে পালিয়ে গিয়ে বিয়ে করে এবং তারপর তারা একসাথেই সংসার করতেন, তবে দিন কয়েক ধরেই তাদের মধ্যে বিবাদ চরমে উঠেছিল এবং মঙ্গলবার রাতে অভিযুক্ত আখের শেখ তার স্ত্রী মনিরা বিবি কে গুলি করে হত্যা করে বলে দাবি মৃতের পরিবারের। স্থানীয়দের বুধবার সকালে বিষয়টি নজরে আসে। ঘটনার খবর পেয়ে পুলিশ গিয়ে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য নিয়ে আসে ও ঘটনার তদন্ত শুরু করে। মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে স্বামীকে আটক করে পুলিশ।