স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ২২ সেপ্টেম্বর: পঞ্চায়েত স্তরে একাধিক দুর্নীতি ইস্যুতে পূর্বঘোষিত সূচি অনুযায়ী রায়গঞ্জে আন্দোলনে নেমেছে সিপিএমের উত্তর দিনাজপুর জেলা কমিটি। আন্দোলনের অঙ্গ হিসেবে রায়গঞ্জের শিলিগুড়ি মোড় থেকে শুরু হয়েছে বিক্ষোভ মিছিল। যেখানে জেলার প্রতিটি ব্লক থেকে দলীয় নেতা কর্মীরা যোগ দিয়েছেন। আন্দোলনে শক্তি জোগাতে সামিল হয়েছেন সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী ও রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য পলাশ দাস। মিছিলকে ঘিরে ধুন্ধুমার কর্ণজোড়া চত্বর।

পুলিশের ব্যারিকেড ভেঙ্গে ফেলে বিক্ষোভকারীরা। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জল কামান চালায়। ঘটনায় আহত হয় বেশ কিছু সিপিআইএম কর্মী সমর্থক। ব্যাপক উত্তেজনা ছড়ায় জেলা শাসকের দপ্তর এলাকায়।


