কলকাতায় হোন্ডা কোম্পানির প্রচুর নকল ইঞ্জিন অয়েল উদ্ধার

আমাদের ভারত, কলকাতা, ১২ অক্টোবর: গোপন সূত্রে খবর পেয়ে কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ হানা দিল কলকাতার জোড়াসাঁকো থানার অন্তর্গত মদন মোহন বর্মণ স্ট্রিটে। সেখানে হানা দিয়ে প্রচুর পরিমাণে নকল ইঞ্জিন অয়েল, মোবিল সহ নানা লুব্রিকেন্ট উদ্ধার করেছে পুলিশ।

পুলিশের দাবি, দীর্ঘদিন ধরেই বহুজাতিক বিভিন্ন কোম্পানির নামি ব্র্যান্ড নকল করে এখানে ব্যবসা করছেন কিছু অসাধু ব্যবসায়ীরা। মূলত বিহার, ওড়িশা থেকে লোক এনে কাজ করানো হচ্ছে এখানে। নকল সামগ্রী তৈরি হচ্ছে। দীর্ঘ একমাস ধরে এলাকায় রেইকি করে তবেই বৃহস্পতিবার হানা দেয় কলকাতা পুলিশের বিশেষ দল। আর হানা দিতেই চক্ষু চড়কগাছ সকলের। উদ্ধার হয়েছে হোন্ডা, হিরো, গলফের মত কোম্পানির প্রচুর নকল ইঞ্জিন অয়েল ও অন্যান্য লুব্রিকেন্ট।

পুলিশ সূত্রের খবর, দীর্ঘদিন ধরেই এই অসাধু কারবার চলছে। একদিকে যেমন এরফলে সাধারণ মানুষ প্রতারিত হচ্ছেন, আসলের দাম দিয়ে তাঁরা বাজার থেকে নকল সামগ্রী কিনছেন। তেমনি যে যে গাড়ি বা মেশিনে এই সামগ্রী ব্যবহার করা হচ্ছে, সেগুলিও দ্রুত নষ্ট হচ্ছে। সর্বোপরি এতে রাজস্ব ক্ষতি হচ্ছে সরকারের। বহুজাতিক সংস্থাগুলি যেখানে সরকারকে ট্যাক্স দিয়ে ব্যবসা করে, সেখানে এই নকল সামগ্রী তৈরি করে অসাধু ব্যবসায়ীরা বাজারে সামগ্রী ছড়িয়ে দেওয়ায় সরকারের কোটি কোটি টাকা রাজস্ব নষ্ট হচ্ছে। পাশাপাশি যে ঘিঞ্জি এলাকায় এই ইঞ্জিন অয়েলের মত দাহ্য সামগ্রী তৈরি হচ্ছে, সেখানে যে কোনও মুহূর্তে বড়সড় দুর্ঘটনাও ঘটতে পারে। আর সেই কারনে পুলিশ বৃহস্পতিবার হানা দিয়ে এই সব সামগ্রী উদ্ধার করেছে।

নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনার পেছনে কে বা কারা জড়িত রয়েছে সে বিষয়েও তদন্ত শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *