আমাদের ভারত, দক্ষিন ২৪ পরগনা, ২ ডিসেম্বর: বিভিন্ন নামিদামি কোম্পানির নকল প্রসাধন সামগ্রী উদ্ধার করল দক্ষিন ২৪ পরগনার ভাঙড় থানার পুলিশ। এই ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার ভাঙড় থানার চন্দনেশ্বর বাজার এলাকা থেকে এই নকল সামগ্রী উদ্ধার করেছে পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান ৩০ লক্ষ টাকা মূল্যের সামগ্রী উদ্ধার হয়েছে।
ভাঙড় থানার পুলিশ এদিন গোপন সূত্রে খবর পায় যে চন্দনেশ্বর বাজার এলাকায় বহুজাতিক সংস্থার নামি ডিটারজেন্ট, অলিভ ওয়েল, সুগন্ধি তেলের নকল মজুত করা হয়েছে। সেই খবর পেয়ে ভাঙড় থানার পুলিশ তল্লাশি অভিযান চালালে এই বিপুল পরিমান সামগ্রী উদ্ধার হয়। এর পিছনে কোনও বড় চক্র আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার ইন্দ্রজিৎ বসু বলেন, “এটা বারুইপুর পুলিশ জেলার অন্যতম সাফল্য। এদিন গোপন সূত্রে এই নকল সামগ্রী মজুতের খবর পেয়ে ভাঙড় থানার পুলিশ চন্দনেশ্বর বাজার এলাকায় তল্লাশি অভিযান চালিয়েছে। সেখান থেকেই এই সামগ্রী উদ্ধার হয়েছে।”