পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১ এপ্রিল: ব্যাঙ্গালোর থেকে আম বোঝাই করে শিলিগুড়ি যাওয়ার পথে ৬০ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে পড়লো একটি লরি। শনিবার ভোর নাগাদ ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় ব্লকের বেলদা থানার অন্তর্গত নেকুড়সেনীতে।
পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গিয়ে, ব্যাঙ্গালোর থেকে আম বোঝাই করে একটি লরি শিলিগুড়ি যাওয়ার পথে বেলদা থানার অন্তর্গত ৬০ নম্বর জাতীয় সড়কে নেকুড়সেনীর কাছে নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের ধারে থাকা একটি গাছে ধাক্কা মেরে উল্টে যায়। দুর্ঘটনায় গুরুতর আহত হন লরির চালক। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বেলদা থানার পুলিশ। চালককে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বেলদা গ্রামীণ হাসপাতালে।