পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২০ নভেম্বর: এক ব্যক্তির মাথার উপর দিয়ে চলে গেল লরি। ঘটনাটি ঘটেছে রবিবার বিকেলে ঘাটালের দলপতিপুরে।
জানা যায়, খরার পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রামু দোলুই কলের কাজ করতেন। আজকেও সেই কলের কাজ সেরে সাইকেলে বাড়ি ফেরার পথে খড়ার দলপতিপুরে একটি লরি তাকে ধাক্কা মারে সাথে সাথে তিনি রাস্তায় পড়ে গেলে তার মাথার ওপর দিয়ে লরির চাকা চলে যায়।ঘটনাস্থলে এলাকার বাসিন্দারা চলে আসেন এবং খবর যায় খড়ার ফাঁড়িতে।
সাথে সাথেই ঘটনাস্থলে এসে উপস্থিত হন খড়ার ফাঁড়ির আই সি প্রশান্ত ঘোষ। লরি টিকে আটক করা হয় কিন্তু চালক এবং খালাসি পলাতক। দুর্ঘটনা ঘটার পরেই ঘটনাস্থলে জানজটের সৃষ্টি হয়। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠানো হয় এবং যানজট সরানো হয়। পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।