আমাদের ভারত, ৭ নভেম্বর: বন্দে মাতরমের ১৫০ বছর পূর্তি আমরা উদযাপন করছি, এমন একটি গান যা প্রজন্মকে জাতির জন্য জেগে উঠতে অনুপ্রাণিত করেছে।” শুক্রবার ৩৩ মিনিট ১৮ সেকেন্ডের ভিডিয়ো যুক্ত করে এক্সবার্তায় এই মন্তব্য করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এর আগে বৃহস্পতিবার রাতে অপর এক্সবার্তায় তিনি লেখেন, “৭ নভেম্বর, প্রতিটি ভারতীয়ের জন্য একটি স্মরণীয় দিন। আমরা বন্দে মাতরমের ১৫০তম গৌরবময় বছর উদযাপন করছি, একটি প্রাণবন্ত আহ্বান যা প্রজন্মের পর প্রজন্ম অনুপ্রাণিত করেছে এবং আমাদের দেশজুড়ে দেশপ্রেমের এক অমর চেতনাকে প্রজ্বলিত করেছে। এই উপলক্ষে, আমি সকাল ৯:৩০টায় দিল্লিতে একটি অনুষ্ঠানে যোগ দেব। একটি স্মারক ডাকটিকিট এবং মুদ্রাও প্রকাশ করা হবে। অনুষ্ঠানের মূল আকর্ষণ হবে বন্দে মাতরমের গণ আবৃত্তি!”

