সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২৩ জুন: তৃণমূল ছাত্র পরিষদের নামে পাঁচ লক্ষ টাকা দাবি করে প্রধান শিক্ষিকাকে পাঠানো চিঠিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে বাঁকুড়ায়। ওই চিঠিতে হুমকি দেওয়া হয়েছে টাকা না দিলে স্কুলে আগুন লাগানো ও ছাত্রীদের ধর্ষণ করা হবে। গত কাল ডাকযোগে বাঁকুড়া উচ্চ বালিকা বিদ্যালয়ে এই চিঠি পৌছায়। চিঠির বিষয়বস্তু পড়ে বিস্মিত প্রধান শিক্ষিকা সুমনা ঘোষ স্কুলের অন্যান্য শিক্ষিকা ও পরিচালন সমিতির সভাপতিকে জানান।তারপরই স্কুলের তরফে সদর থানায় লিখিত ভাবে জানিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের আবেদন জানানো হয়।
জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তীর্থঙ্কর কুন্ডুর সহকারি পরিচয় দিয়ে জনৈক হরপ্রসাদ বিশ্বাস এই চিঠি পাঠান। চিঠির প্রেরক কোতুলপুর থানার দারাপুরের বাসিন্দা বলে উল্লেখ রয়েছে।
প্রধান শিক্ষিকাকে এধরনের চিঠি পাঠানোর খবরে বিস্মিত ছাত্র পরিষদের সভাপতি তীর্থঙ্কর কুন্ডু। তিনি বলেন, হরপ্রসাদ বিশ্বাস নামে তার কোনোও সহকারি নেই, তিনি ঐ নামে কাউকে চেনেন না। তার এবং তৃণমূলের বদনাম করার জন্য পরিকল্পনা করে এই কাজ করা হয়েছে। তিনি বলেন, গত ২০ তারিখেও এরকম চিঠি মেদিনীপুরে এক কলেজে পাঠানো হয়, সেই চিঠির বয়ানও হুবহু এক।সেদিনই বিষয়টি তদন্ত করার জন্য থানায় আবেদন জানায়।