বনগাঁ সীমান্তে ট্রাক দাঁড়িয়ে থাকার কারণ জানতে চেয়ে মুখ্যসচিবকে চিঠি স্বরাষ্ট্রমন্ত্রকের

নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ৭ মে: অমিত শাহের দফতরের নির্দেশ মেনে অবিলম্বে সীমান্তে দাঁড়িয়ে থাকা ট্রাক ছাড়ুক রাজ্য। বৃহস্পতিবার রাজ্য সরকারের উদ্দেশ্যে এমনটাই বার্তা দিলেন বিজেপি নেতা রাহুল সিনহা। তিনি বলেন, বাংলাদেশের সীমান্তে বহু পণ্যবাহী ট্রাক আটকে রয়েছে। ট্রাকগুলিকে রাজ্য সরকার কেন প্রবেশ করতে দিচ্ছে না তা জানার জন্য রাজ্যকে চিঠি দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। রাজ্যের মুখ্যমসচিবকেই এব্যাপারে চিঠি দিয়েছে অমিত শাহের দফতর।

একেই রাজ্যে খাবার নেই। তারপর বাংলাদেশ সীমান্তে ট্রাকগুলি আটকে রয়েছে। অবিলম্বে রাজ্য সরকারকে এর সমাধান করতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে বলে জানান রাহুল সিনহা। কেন্দ্রের চিঠির বিষয়ে রাজ্য সরকারকে তীব্র আক্রমন করে তিনি বলেন, প্রতি পদে পদে রাজ্যকে সবটা ধরিয়ে দিতে হয়। দুর্দিনের বাজারে ট্রাক আটকে থাকায় প্রচুর জিনিষ্ট নষ্ট হচ্ছে। তবে রাজ্য সরকার সবটাই বোঝে। সীমান্তের ট্রাকগুলিকে বড়ো অঙ্কের টাকা দিতে হয় শাসক দলের ক্যাডারদের। আর যে টাকা যায় অনেক উপরতলা পর্যন্ত। আর সেই কারণে কিছু চক্র ট্রাক আটকে রেখেছে বলে অভিযোগ করেন রাহুল সিনহা। তারপরেই তিনি মুখ্যমমন্ত্রীর উদ্দেশ্যে বলেন, অবিলম্বে কেন্দ্রের নির্দেশ মানুন। দাঁড়িয়ে থাকা সমস্ত ট্রাক রাজ্যে প্রবেশ করতে দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *