হাইকোর্টের তরফে মহুয়া মৈত্রকে আইনি নোটিশ

রাজেন রায়, কলকাতা, ৮ ডিসেম্বর: সংবাদমাধ্যমের অপমান শুধুমাত্র সংবাদমাধ্যমকে আহত করেনি, মানসিকভাবে আহত করেছে অন্য পেশার সঙ্গে যুক্ত মানুষজনকেও। তাই নদিয়ার গয়েশপুরের কর্মিসভার সভামঞ্চে দাঁড়িয়ে সাংবাদিকদের মানহানিকর বক্তব্যের প্রেক্ষিতে কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রকে আইনি নোটিশ ধরালেন কলকাতা হাইকোর্টের আইনজীবী স্মরজিৎ রায়চৌধুরী।

এদিন মহুয়া মৈত্রকে পাঠানো আইনি নোটিশে স্মরজিৎবাবু জানান, গত ৭ ডিসেম্বর নদিয়ার গয়েশপুরের জনসমক্ষে দাঁড়িয়ে সাংবাদিকদের ‘দুই পয়সার সাংবাদিক’ বলে অপমান করেছেন তিনি। এই মন্তব্য যথেষ্ট মানহানিকর ও অপমানজনক। ২৪ ঘণ্টার মধ্যে তাকে ক্ষমা চাইতে বলা হয়েছে। যদি তিনি এই মানহানিকর ও অসম্মানজনক বক্তব্যের জন্য ক্ষমা না চান, তাহলে তার বিরুদ্ধে মানহানির মামলা করা হবে। যদিও সাংসদের তরফে এ নিয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *