আমাদের ভারত, নদিয়া, ১ আগস্ট: দীর্ঘ এক মাসেরও বেশি সময় ধরে জল জমে রয়েছে চাকদহ- বনগাঁ রোডের একটি বিস্তীর্ণ অংশে। স্থানীয় বাস স্ট্যান্ড থেকে শুরু করে ১২ নম্বর জাতীয় সড়ক পর্যন্ত রাজ্য সড়কের অবস্থা এতটাই শোচনীয় যে, প্রতিদিন কয়েকশো যাত্রীকে হাঁটুজল পেরিয়ে ট্রেন বা বাস ধরতে হচ্ছে। ব্যাহত হচ্ছে স্থানীয় ব্যবসাও। নিকাশী ব্যবস্থার বেহাল দশার জন্য প্রশাসনকে দায়ী করছেন স্থানীয় বাসিন্দারা।
এই অব্যবস্থার বিরুদ্ধে আজ অভিনব প্রতিবাদে নামলেন বিজেপির কর্মী-সমর্থকরা। বিজেপির তরফে জানানো হয়েছে, এই কর্মসূচির মাধ্যমে প্রশাসনের উদাসীনতার বিরুদ্ধে তারা প্রতিবাদ জানাচ্ছেন। প্রশাসনের কোনও হেলদোল নেই। আজ বিজেপি অন্তত আমাদের সমস্যাটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। আমাদের প্রতিবাদ চলবে, যতদিন না স্থায়ী সমাধান হয়।”
যদিও প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত এর কোনও প্রতিক্রিয়া মেলেনি। তবে স্থানীয়রা দাবি করছেন, অবিলম্বে নিকাশী ব্যবস্থার সংস্কার না হলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন তাঁরা।