পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: রবিবার সাগ্নিক-সম্রাজ্ঞীর জন্মদিন পালিত হল এক অপ্রচলিত অনুষ্ঠানের মধ্য দিয়ে।
পেশায় রেল কর্মী সৌমেন চৌধুরী এবং গৃহবধূ সঙ্গীত শিল্পী শাশ্বতী চৌধুরী তাদের এক ছেলে এবং এক মেয়ের জন্মদিন উপলক্ষ্যে এলাকার দরিদ্র পরিবারের ছেলেমেয়েদের লেখাপড়ায় উৎসাহিত করতে কিছু শিক্ষা সামগ্রী তুলে দিলেন। বাবা-মায়ের উদ্দেশ্য হল, নিজেদের ছেলে-মেয়ের মত এলাকার অন্যান্য ছেলেমেয়েরাও লেখাপড়া শিখে মানুষের মত মানুষ হোক।
সারা বাংলা পরিচারিকা সমিতির খড়্গপুর আঞ্চলিক কমিটির পক্ষ থেকে এই ছাত্রছাত্রীদের নির্বাচন করা হয়। খড়্গপুরে ২৪ নম্বর ওয়ার্ডের সাঁজোয়ালে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে মোট ৭২ জন পড়ুয়ার হাতে এই শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে বাবা-মা, ছেলে-মেয়ে ছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সারা বাংলা পরিচারিকা সমিতির পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির সম্পাদিকা জয়শ্রী চক্রবর্তী, সমিতির খড়্গপুর আঞ্চলিক কমিটির সভানেত্রী অঞ্জলি পণ্ডিত, এলাকার অন্যতম সমাজকর্মী গৌরীশঙ্কর দাস। তাঁরা বলেন, এ ধরনের ব্যতিক্রমী চিন্তা এবং তার যথাযথ প্রয়োগ আগামী দিনে সমাজ প্রগতির বিবিধ কাজকর্মকে উৎসাহিত করবে।