মেদিনীপুর ফিল্ম সোসাইটি ও কলকাতায় অবস্থিত জাপান কনসুলেটের যৌথ অনুষ্ঠান

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২২ মে:
ভারত- জাপান কূটনৈতিক সম্পর্কের ৭০তম বর্ষ উদযাপন উপলক্ষ্যে শনিবার বিকেল সাড়ে পাঁচটায় মেদিনীপুর ফিল্ম সোসাইটি জাপানি চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করেছিল। প্রদর্শনীতে জাপানি সিনেমা ব্যালাড
(BALLAD) দেখানো হয়। ছবি দেখার জন্য দেড় শতাধিক দর্শক উপস্থিত ছিলেন। তারা এরকম আরও সিনেমা দেখানোর অনুরোধ করেন।

জাপানি কনসুলেটের সহযোগিতায় অনুষ্ঠিত হয় এই চলচ্চিত্র প্রদর্শনীতে উপস্থিত ছিলেন তামুরা রিসা, ভাইস কনসাল, কনসুলেট জেনারেল অফ জাপান- কলকাতা। চলচ্চিত্র প্রদর্শনী উপলক্ষ্যে আয়োজিত প্রারম্ভিক  অনুষ্ঠানে ভারত- জাপান সম্পর্ক, সিনেমা ও সংস্কৃতি নিয়ে বক্তব্য রাখেন মেদিনীপুর ফিল্ম সোসাইটির সদস্য এনথ্রোপলোজিস্ট ডঃ অভিজিৎ গুহ। এছাড়াও উপস্থিত ছিলেন  জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক বরুণ মন্ডল, পৌর কমিশনার ডাঃ গোলক মাজি, ডাঃ বিবেক বিকাশ মণ্ডল, শ্যামলেন্দু মাইতি সহ বহু গুণী মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *