আমাদের ভারত, নদীয়া, ১২ অক্টোবর: বাপের বাড়ি বেড়াতে এসে রহস্যজনক ভাবে নিখোঁজ হয়ে গেলেন এক গৃহবধূ। সূত্রের খবর, নদিয়ার শান্তিপুর থানার চাঁদরা এলাকার বাসিন্দা মনি দেবনাথের বিয়ে হয়েছিল কৃষ্ণনগরের যাত্রাপুরে। কয়েকদিন আগে মনি দেবনাথ তার বাবার বাড়ি আসেন। এরপরই শনিবার রাতে হটাৎ নিখোঁজ হয়ে যান ওই গৃহবধূ। বিভিন্ন যায়গায় খোঁজ করেও সন্ধান না মেলায় অবশেষে সোমবার মেয়ের সন্ধান পেতে শান্তিপুর থানার লিখিত অভিযোগ দায়ের করেন বাবা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।