জে মাহাতো, মেদিনীপুর, ১৭ আগস্ট: মেদিনীপুর শহর সংলগ্ন কাঁসাই নদীতে স্নান করতে নেমে নদীতে তলিয়ে গিয়ে মৃত্যু হল এক গৃহবধূরl মৃতার নাম সাবিনা খাতুন (৩৪)l
সোমবার সকাল ছটা নাগাদ নদীতে স্নান করতে নেমে জলের তোড়ে তলিয়ে যাওয়ার সময় স্থানীয় বাসিন্দারা তা দেখে এলাকাবাসীদের খবর দেনl এলাকাবাসীরা ঘটনাস্থলে পৌঁছে নদীতে তল্লাশি চালানোর পর ওই গৃহবধূর কোনও হদিস না পেয়ে গুড়গুড়িপাল থানা হয় খবর দেন। গুড়গুড়িপাল থানার পুলিশ গিয়ে তল্লাশি চালায় এবং বেলা এগারোটা নাগাদ উদ্ধার হয় সাবিনা খাতুনের মৃতদেহ। পুলিশ জানিয়েছে, ওই গৃহবধূর বাড়ি মেদিনীপুরেl তার তিন বছরের একটা শিশুসন্তান রয়েছে। মৃতদেহটি উদ্ধার করার পর গুড়গুড়িপাল থানার পুলিশ ময়না তদন্তের জন্য মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেl


