স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদীয়া, ৯ নভেম্বর:
গ্যাস সিলিন্ডার ফেটে ভস্মীভূত হয়ে গেল একটি বাড়ি। ঘটনাটি ঘটেছে নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার বাবলাবন গ্রামের শ্মশান পাড়ায়। আগুনে পুড়ে যায় ঘরের সমস্ত জিনিষপত্র। পুড়ে গেছে ঘরে মজুদ থাকা ধান, চাল, জমির দলিল সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র এবং নগদ অর্থ। পরে কৃষ্ণনগর থেকে দমকলের একটি ইঞ্জিন গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ওই পঞ্চায়েতের গ্রাম সদস্য বিজেপির পরিতোষ বিশ্বাস জানান, তার সংসদের বাসিন্দা সুশান্ত মল্লিকের বাড়িতে রবিবার আনুমানিক সন্ধ্যা সাতটা নাগাদ আগুন লাগে। সুশান্তবাবু সেই সময় বাজারে গেছিলেন। তাঁর স্ত্রী সেই সময় পাশের বাড়িতে গেছিলেন টিভি দেখতে। বাড়িতে তখন কেউ ছিলনা। হঠাৎ প্রচন্ড আওয়াজে গ্যাস সিলিন্ডার বাস্ট হওয়ায় ছুটে আসেন গ্রামবাসীরা। দেখতে পান সুশান্তবাবুর বাড়ি জ্বলছে। পাড়া প্রতিবেশিরা জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। পরে কৃষ্ণনগর থেকে দমকলের একটি ইঞ্জিন গিয়ে আগুন সম্পুর্ন ভাবে নিয়ন্ত্রণে আনে। প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার মত ক্ষতি হয়েছে বলে জানান ওই পঞ্চায়েত সদস্য। তবে শর্ট সার্কিট না গ্যাস সিলিন্ডার বাস্ট? কি থেকে ঘটনা ঘটেছে তার সবদিক খতিয়ে দেখছেন দমকল আধিকারিকরা।