অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ২ জুলাই:
ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের ডুমুরিয়া গ্রামে বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়ে যায় একটি বাড়ি, বাড়ির সরঞ্জাম, সমস্ত নথিপত্র সহ নগদ টাকা।
পরিবার সূত্রে জানা যায়, শনিবার বাড়িতে রান্না করার সময় হটাৎই আগুন লেগে যায়। সেখান থেকে আগুন ছড়িয়ে পড়ে সারা বাড়িতে। ছুটে এসে এলাকার মানুষজন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। ঘটনাস্থলে পৌঁছয় সাঁকরাইল থানার পুলিশ।স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর চেষ্টা করলেও আগুনে বাড়িটি পুড়ে ছাই হয়ে যায়। যার ফলে একেবারে হতাশ হয়ে পড়েছেন ওই পরিবারের সকলেই।
কী করে ওই বাড়িতে রান্না করার সময় আগুন লেগেছিল তা খতিয়ে দেখার জন্য তদন্তের কাজ শুরু করেছে সাঁকরাইল থানার পুলিশ। সাঁকরাইল ব্লক প্রশাসনের পক্ষ থেকে ওই পরিবারকে আপদকালীন সাহায্য তুলে দেওয়া হয়েছে। ভবিষ্যতেও পশে থাকার আশ্বাস দিয়েছেন ব্লক প্রশাসনের পক্ষ থেকে।

