স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া,৫ মে: বহুতল থেকে পড়ে গিয়ে মৃত্যু হল এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর। মৃতার নাম অনুষ্কা ঘোষ, বয়স আনুমানিক ১৮ বছর। ঘটনাটি ঘটেছে রানাঘাটের আট নম্বর ওয়ার্ডের চিলড্রেন’স পার্কের কাছে প্রণবানন্দ আবাসনে। দুর্ঘটনাটি ঘটে বুধবার রাত সাড়ে ন’টা নাগাদ।
বহুতল থেকে নিচে পড়ার পড়ার সঙ্গে সঙ্গেই অনুষ্কাকে রানাঘাট মহকুমা হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। এরপর রানাঘাট মহকুমা হাসপাতালের ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করে। মৃতের জ্যাঠার দাবি, “প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এটা একটা অ্যাক্সিডেন্ট। হয়তো অসাবধানতাবশত ও ওপর থেকে পড়ে গেছে। কিন্তু আমরা চাই প্রকৃত রহস্য উন্মোচন হোক। এটা আদৌ অ্যাক্সিডেন্ট না ও আত্মঘাতী হয়েছে তা পুলিশ তদন্ত করুক।”
তবে স্থানীয় বাসিন্দাদের দাবি, “এটা নিছকই একটা দুর্ঘটনা। আর যাই হোক ও আত্মঘাতী হতে পারে না। ও ওরকম মেয়েই নয়।”