সাথী দাস, পুরুলিয়া, ১৮ জুন: বুনো হাতির উপস্থিতিতে আতঙ্কের পরিবেশ তৈরী হয়েছে বাঘমুন্ডির তনতন গ্রামে। স্থানীয় সূত্রের খবর, শুক্রবার ভোরে বাঘমুন্ডি রেঞ্জের তনতন গ্রামের কিছু বাসিন্দা গ্রামের কাছে বড়বেড়া জঙ্গলে গাছের ডালপালা সংগ্রহে গিয়েছিলেন। সেখানে একটি নদী পারাপার করতে গিয়ে তিনটি হাতি তাদের নজরে পড়ে। আতঙ্কে তাঁরা সেখান থেকে পালিয়ে গ্রামে ফেরেন।

নিমেষে শোরগোল ছড়িয়ে পড়ে গ্রামে। সকলে ছুটে যান সেই হাতিগুলি দেখতে। এমনকি অন্য গ্রাম থেকেও অনেক মানুষ পৌঁছায় হাতি দেখতে। খবর পেয়ে ওই জঙ্গলে পৌঁছয় স্থানীয় থানার পুলিশ ও বাঘমুন্ডি রেঞ্জ ও মাঠা রেঞ্জের পুলিশ কর্মীরা। তাঁরা বাসিন্দাদের ভয়মুক্ত থাকার কথা জানালেও এলাকায় আতঙ্ক রয়েছে।
তিন সপ্তাহ আগে অযোধ্যা পাহাড়ের বাঁধডি এলাকায় বুনো হাতির হামলায় মৃত্যু হয় এক ব্যক্তির। তার পর থেকে চাপা আতঙ্ক গ্রাস করে বাঘমুন্ডির বিস্তীর্ণ এলাকায়।

