পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৯ নভেম্বর: ঝাড়গ্রামের নয়াগ্রাম থেকে সুবর্ণরেখা নদী পেরিয়ে কেশিয়াড়িতে ঢুকলো ৭৩টি হাতির একটি পাল। শুক্রবার বিকেলে সুবর্ণরেখা নদী পেরিয়ে পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়ি ব্লকের পাথরহুড়ি জঙ্গলে ঢুকে পড়ে হাতির পালটি। বেশ কয়েকটি গ্রামের ধান জমিনে ওই দলটি তান্ডব চালায়।
এই সময় চাষিরা মাঠ থেকে পাকা ধান বাড়িতে তোলার জন্য অপেক্ষা করছেন। আর এই সময় হাতির দল মাঠে গিয়ে পাকা ধান চাষের ব্যাপক ক্ষতি করেছে। যার ফলে ওই এলাকার চাষিরা চিন্তায় পড়েছেন।
গ্রামবাসীদের পক্ষ থেকে বিষয়টি বন দফতরকে জানানো হয়েছে। খবর পেয়ে বন দফতরের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হাতির দলের গতিবিধির উপর নজরদারি শুরু করেছেন। সেই সঙ্গে বন দফতরের পক্ষ থেকে ওই এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।